শুভ নববর্ষ ১৪৩০ শুভেচ্ছা ছবি, এসএমএস, স্ট্যাটাস, মেসেজ, বাণী ও কবিতা

5/5 - (1 vote)

রাতের পর দিন, দিনের পর রাত আশে, আর সেই সাথে মাসের পর মাস গড়িয়ে আসে শুভ নববর্ষ ১৪৩০।  চৈত্র অবসানে বর্ষ শেষ হয়। আসে নতুন বাংলা বছর বাংলা নববর্ষ। আগামী ১৪ই এপ্রিল ২০২৩ তারিখ শুভ নববর্ষ উজ্জাপন করা হবে। এই দিনে সবাই সকালে পান্তা ভাত খাবে। আর পৃথিবীর সর্বত্রই এলাকায় নববর্ষ একটি প্রচলিত সাংস্কৃতিকধারা। পুরাতন বছরের জীর্ণ ক্লান্ত রাত্রি’-র অন্তিম প্রহর সমাপ্ত হয়। তিমির রাত্রি ভেদ করে পূর্বদিগন্তে উদিত হয় নতুন দিনের জ্যোতির্ময় সূর্য।

ছোট থেকে বড় সকলেই হোয়াটস্যাপ ও ফেসবুকে একে অন্যকে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠানোতে ব্যস্ত হয়ে ওঠে। তাই এই শুভ দিনের উপলক্ষে আমরা আপনাদের জন্য শুভ নববর্ষ ১৪৩০ এর সেরা শুভ নববর্ষ ছবি ও নববর্ষের শুভেচ্ছা বাণী নিয়ে হাজির হয়েছি।

শুভ নববর্ষ ১৪৩০ শুভেচ্ছা ছবি

ঘড়ির কাঁটায় রাত ১২ টা বাজতে না বাজতেই শুরু হয়ে যাই সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুভেচ্ছা জানানোর পালা। বাঙালির নববর্ষ মানেই নতুন জামা, হালখাতা, মিষ্টিমুখ, পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া এক জমজমাট অনুষ্ঠান।

শুভ নববর্ষের শুভেচ্ছা । পয়লা বৈশাখ এর শুভেচ্ছা

শুভ নববর্ষের শুভেচ্ছা ১

এই নববর্ষ আপনার জীবনে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক। শুভ নববর্ষের শুভেচ্ছা ১৪৩০!

শুভ নববর্ষের শুভেচ্ছা ২

নতুন আশা, নতুন তাগিদ, নতুন পরিকল্পনা এবং নতুন অনুভূতির সাথে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। ১৪৩০ তোমার জীবনে নিয়ে আসুক অনেক সাফল্য।

শুভ নববর্ষের শুভেচ্ছা ৩

আরেকটি নতুন বছর শুরু হতে চলছে। সবাই একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছর নতুন শান্তি, নতুন সুখ, নতুন আশা নিয়ে ভরে উঠুক সকলের জীবন। শুভ নববর্ষ!

শুভ নববর্ষের শুভেচ্ছা ৪

বিদায় রাগিনী বাজিয়ে গেল
জীর্ণ পুরানো বর্ষ
নববর্ষ আনবে সকল রকম হর্ষ
শুভ নববর্ষ

শুভ নববর্ষের শুভেচ্ছা ৫

বিদায় রাগিনী বাজিয়ে গেল
জীর্ণ পুরানো বর্ষ।
নববর্ষ আনবে সকল রকম হর্ষ।
শুভ নববর্ষ

শুভ নববর্ষের শুভেচ্ছা ৬

তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
শুভ নববর্ষ

পানতা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ…
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো
— শুভ নববর্ষ —

আমি তোমার বাড়িতে আসছি
তোমায় সবরকম খুশী দিতে,
আমায় স্বাগত জানিও…
আমি তোমাদের সবার প্রিয় ১৪৩০

পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
=+++শুভ পহেলা বৈশাখ+++=

ঝরে গেলো আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”
বার মাসে তের পার্বণ এবার এলো বলে,
বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!!
নতুন বছরে আসুক শুধু আনন্দের স্পর্শ,,
আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই
****শুভ নববর্ষ****

মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত………….
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!
************শুভ নববর্ষ**************

নতুন সকাল , নতুন দিন , নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছা সাথে,
পাঠালাম তোমায় এই এসএমএস !
*** শুভ নববর্ষ ***
আবার আসলো বৈশাখ মাস , চৈত্রের অবসানে !
নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রানে ।
মনের যত গ্লানি ভুলে, জীবন গড়ো নতুন ভাবে ।
নতুন নতুন স্বপ্ন দেখো, নববর্ষের টানে ।

Bengali New Year Pohela Boishakh with Motifs of Owls and Tiger

মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে
পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম ।
***** শুভ নববর্ষ *****

উদীত রবির প্রথম আলো, দূর করবে সকল কালো।
মাতবে মন আনন্দ ধারায়, সবাই হবে বাধন হারা।
দিনটি হোক তোমার তরে, মন ভরে উঠুক খুশির জরে ।
@@@ শুভ নববর্ষ @@@

আজকে এই শুভ দিনে
কত খুশি কত সাজ।
আজকে এই শুভ দিনে
ভুলে যাও সব কাজ
***** শুভ নববর্ষ *****

তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
***** শুভ নববর্ষ *****

নববর্ষের-শুভেচ্ছা-1-1024x1024

সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,
***** শুভ নববর্ষ *****

এই নতুন বছর তোমার জীবনে
নিয়ে আসুক অনেক অনেক
নতুন সারপ্রাইজ,
যাতে তোমার জীবন ভরে
উঠুক সুখে ও আনন্দে
***** শুভ নববর্ষ *****

Read more: pohela boishakh 1430 pic, Picture, photo, image,SMS download

আমি তোমার বাড়িতে আসছি
তোমায় সবরকম খুশী দিতে,
আমায় স্বাগত জানিও
আমি তোমাদের সবার প্রিয় ১৪৩০

***** শুভ নববর্ষ *****

নববর্ষের-আগের-সন্ধ্যা-3-1024x1024

Shubho Noboborsho ১৪৩০

হাঁসি-কান্না, সুখ-দুঃখের ইমোশানে ভরা এই বছরটি একদম শেষের দিকে চলে এসেছে। একে অপরকে শুভেচ্ছা জানানোর পালা ১৪২৯ সালের শেষ সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে। এই শুভ মুহর্তে BengaliSms.Com এর তরফ থেকে আপনাদের সকলের জন্য রইলো ১৪৩০ এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

নববর্ষের শুভেচ্ছা বাণী ও উক্তি

নতুন বছরের ১লা দিনে,
শপথ করি মনে,
করবো আমি ভালো কর্ম,
এই নতুন সনে।
শুভ নববর্ষ

নতুন বছর নতুন আশা নিয়ে এসে গেল..
সেজে ওঠো সবাই নতুন জামা কাপড়ে
আনন্দে প্লাবিত হোক চারিদিক..
***** শুভ নববর্ষ *****

পুরোনো যত হতাশা,
দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে
করুক ধূলিস্যাৎ।
শুভ নববর্ষ

এসেছে নতুন বর্ষ
প্রাণে প্রাণে বাজে
তাই 
নব হর্স
তোমাদের জানাই তাই
***** শুভ নববর্ষ *****

আমরা সকলেই বইটি খুলতে যাচ্ছি,
বইটির প্রতিটি পাতা খালি,
আমরা নিজের পছন্দ মতো শব্দ
বসাতে চলেছি সেখানে,
বইটির নাম “সুযোগ”,
এবং এর প্রথম অধ্যায় হলো “নতুন বছর”।
আনন্দে কাটাও এই বছরটি
শুভ নববর্ষ

প্রতিটি নতুন বছর আসবে আর যাবে..
সেই সাধারণ বছরটিকে
বিশেষ করে তোলার জন্যে
তোমাকে এমন কিছু করতে হবে
যাতে সর্বসমকক্ষে তোমার
ও তোমার পরিবারের নাম উজ্জ্বল হয়..
শুভ নববর্ষ

শুভ নববর্ষ ১৪৩০ SMS ও মেসেজ

নতুন বছরে আপনাকে
এবং আপনার পরিবারের
সবাইকে সুস্থ এবং বিপদ আপদ
থেকে ঈশ্বর রক্ষা করুক

শুভ-নববর্ষ-শুভেচ্ছা-মেসেজ-1-1024x1024

নতুন বছরের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের
আশীর্বাদ তোমার সাথে থাকুক…
তোমার জীবন ভালোবাসা,
আনন্দ এবং সুখে কেটে যাক…
শুভ নববর্ষ

শুভ-নববর্ষ-১৪৩০-শুভেচ্ছা-মেসেজ-1024x1024

“নতুন বছর নতুন ভোর
নতুন দিনের আলো,
সারাটি বছর কাটুক তোমার
আগের চেয়ে ভালো।
❦~Happy Bangla New Year~❦”

বসন্তের আগমনে কোকিলের সুর !
গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর !
বর্ষার আগমনে সাদা কাশফুল !
তাই তোমায় উইশ করতে মন হল ব্যাকুল !
শুভ নববর্ষ

দিনগুলো যেমনই হোক,
ঠিক যায় কেটে
তবে বলো লাভ কি পুরোনো
স্মৃতি ঘেঁটে?
এই বছরে পূর্ণ হোক তোর
সকল আশা,
নতুন বছরের থেকে এটাই
আমার প্রত্যাশা..
শুভ নববর্ষ

নববর্ষের-শুভেচ্ছা-মেসেজ

নতুন দিনের স্বপ্ন নিয়ে,
এলো নতুন বছর,
পুরনো দুঃখগুলো সবই বিদায় নিলো।
নতুন আশায় এসো সবাই জীবনটাকে গড়ি,
নতুন করে জীবনটাকে আবার শুরু করি।
হ্যাপি নিউ ইয়ার

শুভ নববর্ষের শুভেচ্ছা কবিতা

উদিত রবির প্রথম আলো
দূর করবে সকল কালো।
মাতবে মন আনন্দধারায়
সবাই হবে বাঁধনহারা
এ’বছর হোক তোমার তরে
মন ভরে উঠুক খুশির ঝরে।
শুভ নববর্ষ !!

আমার সকল প্রিয় বন্ধু ও শত্রুকে জানাই
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা
তোমাদের নতুন বছর হয়ে উঠুক খুশির ভান্ডার।
হ্যাপী নিউ ইয়ার

নতুন দিন,
নতুন মাস,
নতুন আশা,
নতুন সংকল্প,
নতুন আকাঙ্খা,
এবং নতুন বছর।
সব নতুন কিছু নিয়ে নতুন যাত্রা শুরু করো।
হ্যাপি নিউ ইয়ার

গরম হাওয়া, তপ্ত আবহাওয়া
আকাশে মেঘের সারি..
মন খারাপ আর কষ্টের সাথে
নতুন বছরে পাড়ি…
খুশীর লগ্নে তেপান্তরে
দিল যে মন পাড়ি..
নতুন বছর এসেছে ঘুরে
মেতে ওঠো তাড়াতাড়ি…
শুভ নববর্ষ

একটু আলো, একটু আঁধার
বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাঁতার।
কিছু দুঃখ, কিছু সুখ।
সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ!
নববর্ষের পদার্পণে এসো
শাণিত হই নবপ্রাণে

আমার সব ফেসবুক বন্ধুকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা..
সারা জীবন ভরে উঠুক সুখ শান্তি ও অনাবিল আনন্দে..
শুভ নববর্ষ

উত্তর বঙ্গের হিমালয়ের হিম বাতাসে,
পরশ মাখানো সুরে
হৃদয়ের প্রেমময় স্থান থেকে
তোমাকে জানাই
নতুন বছরের উষ্ণ অভিনন্দন।
শুভ নববর্ষ

Bengali New Year Pohela Boishakh with Motifs of Owls and Tiger

সুখ, শান্তি, খুশী, ভালবাসা আর আনন্দের সাথে দেখা হয়েছিল।
তারা চিরকালীন থাকার জন্যে একটা ভালো জায়গা খুঁজছিল।
আমি ওদেরকে তোমার ঠিকানা দিয়ে দিয়েছি!
শুভ নববর্ষ

ঈশ্বরের আশির্বাদে যা কিছু
খারাপ তা যেন মিলিয়ে যায়…
আর তোমার সামনে উদ্ভব
হোক যা কিছু ভালো..
নব বর্ষে তোমাকে
এই শুভেচ্ছা জানাই

বাংলা-নববর্ষ-স্ট্যাটাস-1-1024x1024
বাংলা নববর্ষ স্ট্যাটাস

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

প্রশ্নঃ আপনি এই শুভ নববর্ষ ছবি গুলোকে কোন কোন প্লার্টফর্মে শেয়ার করতে পারবেন ?

উত্তরঃ আপনি এই শুভ নববর্ষ ছবি গুলোকে ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটস্যাপ ও টুইটার এর মতো সোশ্যাল মিডিয়া প্লার্টফর্ম গুলিতে শেয়ার করতে পারবেন।

প্রশ্নঃ বান্ধবীকে কিভাবে নববর্ষের শুভেচ্ছা জানাবেন ?

উত্তরঃ একটি সুন্দর গিফ্ট ও একটি সুন্দর নববর্ষের শুভেচ্ছা কার্ড দিয়ে বান্ধবীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.