Bangladesh Inland Water Transport Authority BIWTA Question Solution recruitment notice published – in our Authority website bd-career.org. BIWTA Question Solution offers few some New vacancy found this post. So Bangladesh Inland Water Transport Authority BIWTA Question Solution is most impotent concern 2023 . Great News, real-time Published New Question Solution for Bangladesh Inland Water Transport Authority (BIWTA) . So If you want also found full information on following the circular an image file and check now.
BIWTA Question Solution 2023
Are you looking for new BIWTA Question Solution? All Question Solution news is online now. We also next updates Bangladesh Inland Water Transport Authority (BIWTA) New Question Solution on my website at bd-career.org. This Question Solution converted into image file so that you can read or download. So, If you want to read the details, please follow the information given below.
Bangladesh Inland Water Transport Authority BIWTA Exam Type Written exam Question Solution published now. check your answer.
Post Name | Exam Date | Exam Time |
---|---|---|
post: Geezer | 03 January 2023 | 10.00 AM |
BIWTA Question answer 2023
১. নদী ভাঙ্গন ও দূষণ এর উপর কমপক্ষে ১০ টি বাক্য লিখুন।
উত্তরঃ নদীভাঙন (Riverbank erosion) বাংলাদেশের একটি স্থানীয় ও পুনঃসঙ্ঘটিত প্রাকৃতিক দুর্যোগ। নদীর পানি প্রবাহের কারণে আমাদের দেশে প্রায় প্রতিবছর নদীর আশেপাশে ভাঙন দেখা যায়। এতে করে মানুষ সহ পরিবেশের অনেক ক্ষতি সাধন হয়। নদী যত পরিণত পর্যায়ে এগোতে থাকে (যেমন তিন প্রমত্ত নদী– গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার ক্ষেত্রে ঘটেছে) ততই সেগুলি মন্থর ও বিসর্পিল (meander) অথবা বিনুনি (braid) আকৃতির হতে থাকে, নদীর এ দোলন নদীতীরের ব্যাপক ভাঙন সংঘটিত করে। নদীর পানিতে ধুলো ও রোগজীবাণু মিশে নদীকে দূষিত করে। নদী দূষণ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। কলকারখানা থেকে আসা দূষিত জল নদীর জলকে দূষণ করে যার ফলে জলের মাছেদের মৃত্যু হয়। এছাড়াও নদী ভাঙ্গন ও দূষণের ফলে বিভিন্ন ধরণের পরিবেশ দূষণ হয়।
২. বিপরীত শব্দ লিখুন?
অমৃত= গরল (বিষ)
মসৃণ= অমসৃণ (খসখসে)
শীতল= উষ্ণ (গরম)
প্রাচীন=অর্বাচীন (নতুন)
অগ্র= পশ্চাৎ
৩. এক কথায় প্রকাশ করুন।
ক) উপস্থিত বুদ্ধি আছে যার= প্রত্যুৎপন্নমতি
খ) নৌকা চলাচলের যোগ্য= নাব্য
গ) বাক হারা হয়েছেন যিনি= হতবাক
ঘ) অন্য ভাষায় রূপান্তর= অনূদিত (অনুবাদ)
ঙ) যাহা দেখা যায়= চক্ষুগোচর ( দৃশ্য )
৪. অর্থসহ অর্থপূর্ণ বাক্য রচনা করুন
অরণ্যরোদন= বৃথা চেষ্টা
একাদশে বৃহস্পতি= হঠাৎ সৌভাগ্যের দেখা
ভূষণ্ডির কাক= দীর্ঘজীবী
দুধের মাছি= সুসময়ের বন্ধু
লেফাফাদুরস্ত=
৫. Make 10 sentences on the following
“Safe Navigation”
Safe Navigation is a field of study that focuses on the process of monitoring and controlling the movement of a craft or vehicle from one place to another safely. The field of navigation includes four general categories: land navigation, marine navigation, aeronautic navigation and space navigation. All navigational techniques involve locating the navigator’s position compared to known locations or patterns. Most modern navigation relies primarily on positions determined electronically by receivers collecting information from satellites. Most other modern techniques rely on crossing lines of position or LOP for safe Navigation. For Safe Navigation there are some methods seldom used today such as “dipping a light” to calculate the geographic range from observer to lighthouse.
৬. ইংরেজিতে অনুবাদ করঃ
ক) ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর=Smoking is Injurious to Health
খ) মানুষ মাত্রই ভুল=Too err is human
গ) ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল = The patent died after the doctor had came
ঘ) হালকা জিনিস পানিতে ভাসে= Light things float in water
ঙ) সে সাঁতার কাটতে জানে না= He does not know how to swim.
7. Fill in the blanks:
৮. ক একটি কাজ ২০ দিনে এবং খ ওই কাজটি ৩০ দিনে করতে পারে। কাজটি ক ও খ একত্রে ৫ দিন করার পর ক চলে গেল । এরপর খ বাকি কাজটি কত দিনে করতে পারে?
উত্তরঃ ১৭.৫ দিন
৯. ২০ লিটার দুধে পানি ও দুধের অনুপাত ১:৪। উহাতে কত লিটার পানি মেশালে দুধ ও পানির অনুপাত ৩:১ হবে?
উত্তরঃ ৪ লিটার
১০. 0.2*50%*2.5*1/2+0.00003-0.002=কত হবে?
উত্তরঃ 0.12303
১১. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০০ বর্গ মিটার। উহার একটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ওই বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে?
উত্তরঃ ১৪৪ বর্গ মিটার
১২. সংক্ষিপ্ত জবাব দিনঃ
ক.’ বঙ্গবন্ধু’ উপাধি কে এবং কত তারিখে প্রদান করেছিলেন? উত্তরঃ তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
খ. বাংলা সন গণনা এ কয়টি মাস ৩১ দিন গণনা করা হয়, তার নাম সমূহ লিখুন?
উত্তরঃ বাংলাদেশে নতুন বর্ষপঞ্জি অনুযায়ী এখন বাংলা বছরের প্রথম ছয় মাস ৩১ দিনে হবে। এই ৬ টি মাসের নামঃ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন।
গ. চাকমারা প্রধানত কোন ধর্মালম্বী? উত্তরঃ চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মের অনুসারী
ঘ. গ্রীন হাউস ইফেক্ট কি লিখুন?
উত্তরঃ গ্রীন হাউস ইফেক্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ ভূপৃষ্ঠে উপস্থিতিতেও বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়।
ঙ. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তরঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
চ. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? উত্তরঃ ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
ছ.’ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে? উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
জ. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তরঃ ৫ জুন
ঝ. বাংলাদেশের সর্ব উত্তর ও দক্ষিণের উপজেলার নাম লিখুন? উত্তরঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলার নাম টেকনাফ আর বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া
ঞ. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তরঃ ভিটামিন এ
Recomanted :
If You want to apply, then Bangladesh Inland Water Transport Authority BIWTA Question solve through online you have to visit my website. We also next updates BIWTA jobs circular notice, exam result or admit card download. Thanks to stay with us.