Primary Assistant Teacher Exam Question Solution – www.dpe.gov.bd

Primary Assistant Teacher Exam Question Solution 2023 published. Directorate of Primary Education DPE Exam Question Solution published recruitment of Primary Assistant Teacher under Ministry of Primary and Mass Education. This year total 26000 recruited the whole of country. Primary Assistant Teacher Exam Question & answer. Primary Assistant Teacher Job Exam of 2023 held on 24 May, 2023. Recently, Primary Assistant Teacher Job Exam Date published. Primary Assistant Teacher Job Exam Previous year Question paper & solution is also available on our website. So, if you a candidate of primary assistant teacher exam it will be helpful to you. This time Primary School Assistant Teacher Job Exam 2023 was held in simultaneously in 20 districts. Primary Assistant Teacher Exam Question Solution 2023.

Primary Assistant Teacher Exam Question Solution

We publish different educational post in our website. Exam question solution is one of the most important concern of our website. Primary School Teacher Job Circular update at dpe.gov.bd. So choose your desired job circular and apply specific job to build up your career. When we get Admit card and Result link or news then we give download link of Admit and Result as you can easily download through our website. Primary Assistant Teacher Exam Question Solution 2023.

Read New Jobs: Bangladesh Marine Academy Job Circular 2023– www.macademy.gov.bd

Primary Assistant Teacher Exam short time information.

Primary 3rd Phase Full Question & Solution Summary:
Organization: Directorate of Primary Education
Exam Date: 24 May, 2019
Post Name : Assistant Teacher
Job Type: Govt Jobs
Full Marks : 80
Website : www.dpe.gov.bd
For more information see below this original circular

Exam Date 24 May 2023 Full Question & Solution

Primary Assistant Teacher Exam Question Solution 2019Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019

সকল প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো, দয়া করে দেখে নিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

 

See Primary 3rd Phase Full Question & Solution

 

 

 

 

Recommended:  Bangladesh Ansar VDP Job Circular 2023 – www.ansarvdp.gov.bd

০১ জুন অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ (MCQ) পরীক্ষার প্রশ্নের সমাধান দেখুন এখানেঃ

১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল- সিপাহী

২. সার্বভৌম এর সন্ধি বিচ্ছেদ- সর্বভূমি + ষ্ণ=সার্বভৌম

৩.সঠিক বানান- ভবিষ্যৎ

৪. 

৫.লোক সাহিত্য কেকে বলে- লখের মুখে মুখ্ব প্রচলিত কাহিনী, গান,ছড়া ইত্যাদিকে

৬.

৭.১/৬

৮.

৯. কোন সংখ্যার দ্বিগুনের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপাক্ষা ৭বেশি হয় । সংখ্যাটি নির্ণয় করুন- ৪

১০. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি ২০ খেলায় ৮২,৮৫ ও ৯২ রান করলে । চতুর্থ খেলায় কত রান করলে; তার গড় রান ৮৭ হবে ? – ৮৯

১৪.বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়- হালদা

১৫.

১৬. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় –১৯৫০
৫৯.একটি গাড়ি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে ,মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে ?
৬০.
৬১.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য , প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত- ৫ঃ৩ঃ১
৬২.যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে- ক্ষণপ্রভা
৬৩.বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন- সৈয়দ নজ্রুল ইসলাম
৬৪.ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান -জিব্রাল্টার প্রণালী
৬৫.
৬৬.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি- লোহা
৬৭. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল । হাসান ঘনটায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘন্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হবার ১ ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো । শাহিন কত মাইল হাটার পর হাসানের সাথে দেখা হবে?-২৪
৬৮.বাংলাদেশের প্রথম স্যাটেলাইট-বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
৬৯. a+1/a= 3 হলে a2+1/a2= কত = ৭
৭০.কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল? – ২৫
৭১.একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটিগাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির দূরত্ব কত? ১৪০ মিটার
৭২.
৭৩.
৭৪.একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। ভগ্নাংশটি কত? ৪/৩
৭৫.
৭৬.
৭৭. Subconscious এর পারিভাষিক শব্দ- অবচেতন
৭৮.স্বাধীন বাংলা বেতারে কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন- এম আর আখতার মুকুল
৭৯.সতীদাহ প্রথা বিলুপ্ত হয়-১৮২৯
৮০. ক্ষুদ্র তম সংখ্যা- ৫/২১

DPE Exam Question Solution 2023

DPE full Question Answer sheet

সেট-৪২২৯

১. শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল কোন সমাস – খ) অব্যয়ীভাব

২. বহুব্রীহি সমাস কত প্রকার- গ) দশ প্রকার

৩. ঢাকায় প্রথম রাজধানী করেন- ক) ইসলাম খাঁ
৪. সঠিক বাক্য- ঘ) He was hanged for murder

৫. প্রাচীন এর বিপরীত শব্দ- খ) অর্বাচীন

৬. অশুদ্ধ বানান- ক) উপচার্য ( সঠিক উপাচার্য)

৭. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি- ক) রাজা শশাঙ্ক

৮. নন্দিত এর বিপরীত শব্দ- গ) নিন্দিত

৯. বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান– এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ- ঘ) ধ্বন্যাত্নক দ্বিরুক্তি

১০. কোনটি প্রাচীন জনপদের নাম নয়- ঘ) মৌর্য

১১. Diamonds cuts diamonds- ঘ) মানিকে মানিক চিনে

১২. ‘অন্বেষণ’ এর সন্ধি বিচ্ছেদ -ক) অনু + এষণ

১৩. xএর মান কত- ক) ১৪

১৪. বরণের যোগ্য যিনি- ক) বরেণ্য

১৫. একাটি ক্লাসের—— ক) ৩০

১৬. সঠিক বাক্য- ঘ) you he and I are present

১৭. সবচেয়ে বড়- ক) .১০০

১৮. একাদশে বৃহস্পতি এর অর্থ কি- ঘ) সৌভাগ্যের বিষয়

১৯. Precedence meaning- গ) A case of reference

২০. কোনটি শুদ্ধ বানান- গ) আদ্যক্ষর

২১. ১৯৮২ সালের সমূদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে- ঘ) ৩৫০ নটিকেল মাইল

২২. Dissimilar- ক) preserve :prevent

২৩. কোন সংখ্যার ৪০%… ক) ৭৫

২৪. Among is used for- ক) More than two

২৫. I have to do it passive voice- খ) It has to be done by me

২৬. ‘কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ-ঘ) অপদার্থ

২৭. জহির রায়হানের উপন্যাস নয়-ঘ) নিষ্কৃতি

২৮. উপাত্ত গুলোর মধ্যক- ১৫

২৯. Prior to meaning-ঘ) Before

৩০. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে- ঘ) আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে

৩১। সমকোণী ত্রিভুজের স্মকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩,৪ সে. হলে এর অতিভুতের মান- ৫ সে.মি

৩২ । নিম্নোক্ত গণের মধ্যে বীরশেষ্ঠ নন – মুন্সী আব্দুল রহিম

৩৩। বাংলা লেখার সফটওয়ার- বিজয়

৩৪। ২০ ফুট লম্বা একটি বাঁশ- ৮ ফুট

৩৫। He prefer—The

৩৬। নিকুঞ্জ অর্থ- বাগান

৩৭। 4×4 +1 এর উৎপাদক- খ) ( 2x₂ + 2x +1)(2x₂-2x+1)

৩৮। We were watching the news when the telephone —rang

৩৯। কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন নয়- আন্তর্জাতিক রেডক্রস

৪০। The singular of Leaves – leaf

৪১। বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা রায় হয়- ১৪ মার্চ ২০১২

৪২। প্রত্যূষ এর সন্ধি- প্রতি+ ঊষ

৪৩। কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের—- ২০ দিন

৪৪। Indirect speech- She asked me if i was happy in my new job

৪৫। যা মুখে বলা যায় না- অনির্বচনীয়

৪৬। বীর প্রতীক নারী- সেতারা বেগম

৪৭। কোন বৃহত্তম সংখ্যা – ১২

৪৮। বড় ডাটার এক্ক- টেরাবাইট

৪৯। ত্রিভুজ ABC এ- ১০৫ ডিগ্রি

৫০। অংক- কোনটিও নয়

৫১। The road of Dhaka are wider—- Than those of sylhet

৫২। মৌলিক পদার্থ কোণটি – লোহা

৫৩। একজন ক্রিকেটার —- ৯৫

৫৪। ক, খ, গ একত্রে—- ৭৭৭ টাকা

৫৫। কোন ত্রিভুজের তিনটি বাহু- ৩৬০

৫৬। empty vessel sounds much means- barking dog seldom bite

৫৭। The sun—- shines

৫৮। লোক সাহিত্য- লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান , ছড়া

৫৯। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না-পিতল

৬০। .৩*.০৩*.০০৩= ০.০০০০২৭

৬১। deliberate means- willingly

৬২। everything is- pronoun

৬৩। দুর্দান্ত বিপরীত – নিরীহ

সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert

৬৪। নীল লোহীত কার নাম- সুনীল গঙ্গোপাধ্যায়

৬৫। Infancy is —-Noun- গ) Abstract

৬৬। ২% হার সুদে— ৩টাকা

৬৭। প্রথম ক্লোন করা ভেড়ার নাম- ডলি

৬৮। x3 + 1/x3 এর মান- ০.০০

৬৯। মাথা খাও, ভুলিও না- এখানে মাথা খাও মানে- মাথার দিব্যি

৭০। I prefer tea to—coffee

৭১। বাংলাদেশের সীমান্তকারী দেশ- মিয়ানমার

৭২। দেশের জন্য সেবা কর- কোন সমাস- সম্প্রাদানে ষষ্ঠী

৭৩। দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকে তার বিপরীত কোণের – বিপ্রতীপ কোণ বলে

৭৪। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা- নিশাত মজুমদার

৭৫। সম্প্রতি জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশে নববর্ষের– মঙ্গল শোভাযাত্রা

৭৬। বিশ্বের রাজধানী- নিউইয়র্ক

৭৭। নৌ সেক্টর- ১০নং

৭৮। দেশের খরস্রোতা নদী- কর্ণফুলি

৭৯। একটি কলম-

৮০। শুদ্ধ বানান- Accelerate

Furthermore, All upcoming Recruitment Test of Primary Assistant Teachers Exam 2023 Information’s are available here. Thus, Primary Assistants Teachers Exam dates, according to districts wise. Hence, Directorate of Primary Education will give notice for next which districts takes the Primary Assistant Teachers Exam 2023. So, we hope that’ it will take within short time. Primary Assistant Teacher Exam Question Solution 2023.

However, You Can Download Primary Teacher Admit Card From This Link and Also You Can Get The Upcoming Primary Teacher Job Circular by Click This Link.

You May Also Like

About the Author: Md Sobuj Ali

Md Sobuj Ali Funder & CEO at bd-career.org. bd-career.org is Bangladesh’s job circular published website. I love daily update all govt, non-govt jobs job exam date admit card download published on their website. you can also follow and bookmark this website thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.